পুঠিয়া উপজেলাসহ পার্শ্বের দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলায় যখন কোন কলেজ ছিল না । তখন অত্র এলাকাবাসী উচ্চ শিক্ষা হতে বঞ্চিত হচ্ছিল । শিক্ষার আলো বিস্তারের লক্ষে তৎকালীন পুঠিয়া থানা আওয়ামী লীগের সভাপতি জনাব মরহুম কাজী আব্দুল আওয়াল সাহেবের উদ্যোগে অত্র এলাকার গুনিজনদের সহযোগিতায় ১৯৬৪ সালে বানেশ্বর কলেজটি প্রতিষ্ঠা করেন । পুঠিয়া উপজেলার অন্তরগর্ত বানেশ্বর, বৃহত্তর রাজশাহী জেলা তথা উত্তরবঙ্গের একটি অন্যতম ব্যবসা কেন্দ্র ও বাজার । বানেশ্বর বাজারের নামানুসারে কলেজটির নামকরণ করা হয় বানেশ্বর কলেজ । এটি রাজশাহী-ঢাকা মহাসড়ক সংলগ্ন একটি প্লটে ৫.৯৮ একর নিজস্ব জমির উপর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত।